প্রকাশিত: Mon, Apr 1, 2024 10:23 PM
আপডেট: Sun, Jan 25, 2026 7:42 PM

[১]তোশাখানা মামলায় ইমরান-বুশরার ১৪ বছরের সাজা স্থগিত

ইমরুল শাহেদ: [২] সোমবার তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির সাজা স্থগিত করে ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমির ফারুক বলেন, তাদের আপিলের উপর শুনানি হবে ঈদের ছুটির পর। সূত্র: জিওটিভি

[৩] জানুয়ারিতেঅ্যাকাউন্টিবিলিটি কোর্টের বিচারপতি মুহাম্মদ বশির এই দম্পতিকে তোষাখানা মামলায় ১৪ বছরের কারাদণ্ড দিয়েছিলেন। বিচারপতি সাবেক এই প্রধানমন্ত্রীকে ১০ বছরের জন্য নির্বাচনে অযোগ্য ঘোষণা করেছিলেন এবং দম্পতির প্রত্যেককে যথাক্রমে ১.৫৭ বিলিয়ন ও ৭৮৭ মিলিয়ন রুপি করে জরিমানা করেছিলেন। 

[৪] ইমরান খান আদালতকে বলেন, এই মামলার সঙ্গে তার স্ত্রী বুশরা বিবির কোনো যোগসূত্র নেই। তাকে অযৌক্তিকভাবে জোর করে মামলার জড়ানো হয়েছে। 

[৫] ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি ফারুক শুনানির সময় বলেন, রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসের মামলাটি আগামী কয়েকদিনের মধ্যে নিষ্পত্তি হয়ে যাবে। তিনি বলেন, ‘সুতরাং তোষাখানা মামলাটির আজকের শুনানির পর দ্রুতই সময় নির্ধারণ করা যাচ্ছে না।’

[৬] তিনি বলেছেন, গোপন নথি ফাঁসের মামলাটির তারিখ আগে থেকেই নির্ধারণ করা আছে। তিনি উল্লেখ করেন, গোপন নথি ফাঁস নিয়ে খুব শিগগিরই ফেডারেল ইনভেস্টিগেশন অ্যাজেন্সির (এফআইএ) যুক্ততর্ক শুরু হবে এবং তাতে কতদিন সময় লাগবে তা বলা যাচ্ছে না। সম্পাদনা: ইকবাল খান